রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় একটি করাতকলে (স মিল) আগুন লেগেছে। সেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ইতিমধ্যে আটটি ইউনিট আগুন নেভাতে কাজ চালিয়ে যাচ্ছে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এদিকে আগুনের কারণে তালতলা এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেশ দূর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে। ঘটনাস্থলের কয়েক শ’ গজ দূরেই থাকেন কামরুন নাহার। তিনি প্রথম আলোকে জানান, কিছুক্ষণ পর পর বিস্ফোরণের শব্দ পাচ্ছেন। ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।