রমজানের একফালি চাঁদের জন্য প্রহর গুনছে মুমিনের হৃদইয়ে ।  এ মাসে প্রতিটি ইবাদতের প্রতিদান যেমন বহুগুণে বেড়ে যায়, তেমনি সব পাপ ছেড়ে দিয়ে ভালো মানুষ হিসেবে নিজের জীবনকে নতুন করে সাজানোর সুযোগও এনে দেয়  এই রমজান। কোরআনে নিষিদ্ধ জিনিসগুলোকে ‘না’বলার মহাসুযোগ এই  রমজানে।প্রতিটি ইবাদতের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেওয়ার পাশাপাশি মুমিনের জীবন বদলে দেওয়ার যে মহাসুযোগ রমজান নিয়ে আসে, তা যেন কিছুতেই হাতছাড়া না হয়।

প্রতিটি মুসলমানের উচিত নিজেদের আল্লাহর কাছে নিবেদন করতে রমজানের আগেই যথাযথ প্রস্তুতি গ্রহণ করা। রমজানের প্রস্তুতির ক্ষেত্রে খেয়াল রাখা যেতে পারে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *