৯ ফেব্রুয়ারি, রোববার, ফার্মগেটের মনিপুরী পাড়ায় “বহুমুখী পাটপণ্য মেলা ও তাত বস্ত্র মেলা-২০২৫” পরিদর্শনকালে পরিবেশ উপদেষ্টা বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্য এবং পরিবেশবান্ধব অর্থনীতির সম্ভাবনাময় খাত। তিনি জানান, সরকার পাট খাত পুনর্জীবিত করতে নীতি সহায়তা দিচ্ছে, তবে উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। উপদেষ্টা মেলার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে পাটপণ্যের প্রসারে উদ্ভাবনী উদ্যোগ নিতে এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে এসব পণ্য ছড়িয়ে দিতে আহ্বান জানান।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে কাজ করা হচ্ছে। মেলায় বিভিন্ন পাটপণ্য যেমন ব্যাগ, গৃহস্থালি সামগ্রী, ফ্যাশন পণ্য, জুতা ও আসবাবপত্র প্রদর্শিত হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *