আগারগাঁও তালতলা সংলগ্ন এলাকা থেকে কুখ্যাত কিশোর গ্যাং লাদেন গ্রুপের ১২ জন সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার (১০ মার্চ) রাত ১টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন বিশেষ অভিযান পরিচালনা করে এবং কিশোর গ্যাং লাদেন গ্রুপের ১২ সদস্যকে আটক করেছে। আটকদের মধ্যে মো. লাদেন (২১), রায়হান (১৮), বিল্লাল (১৪), হৃদয় (১৯), কালাম (৩০), সুমন (২০), নাঈম (১৬), শামসুদ্দিন (২৮), আরিফ (১৬), ফাহিম (১৬), মো. শাউন (১৭) ও রোহিদ (১৭) অন্তর্ভুক্ত।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কিশোর গ্যাং লাদেন গ্রুপ আগারগাঁও এবং তালতলা এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজি সহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। সম্প্রতি, তাদের পরিকল্পনা ছিল আরও নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার। তাদের কার্যক্রম রুখতে কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে এবং গোপন নজরদারির ভিত্তিতে লাদেন গ্রুপের সদস্যদের আটক করতে সক্ষম হয়।অভিযানে আটকদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং ২১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া, গ্রুপের লিডার লাদেনসহ অন্যান্য সদস্যরা কোস্ট গার্ড সদস্যদের উপর হামলা চালায়, এতে দুই কোস্ট গার্ড সদস্য আহত হন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শের-ই-বাংলা থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড চাঁদাবাজি এবং অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *