ঢাকা, ১১ মার্চ: ১৪৪৬ হিজরি সনের সাদাকাতুল ফিতর (ফিতরা) নির্ধারণ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। সভায় বিভিন্ন পণ্যের বাজারমূল্যের ভিত্তিতে ফিতরা আদায়ের হার নির্ধারণ করা হয়েছে।

সভায় জানানো হয়েছে যে, ইসলামী শরীয়াহ অনুযায়ী, গম, আটা, যব, খেজুর, কিসমিস এবং পনিরের মধ্যে যেকোনো একটি পণ্য বা এর বাজারমূল্য দিয়ে ফিতরা প্রদান করা যাবে। তবে, এসব পণ্যের বাজার মূল্যে কিছু তারতম্য থাকতে পারে। তাই, স্থানীয় বাজারের মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

এছাড়া, ফিতরা পরিশোধের জন্য স্থানীয় খুচরা বাজারের মূল্যে কোন তারতম্য থাকলে, সে অনুযায়ী সেই মূল্যে পরিশোধ করলেও সাদাকাতুল ফিতর আদায় হবে।এবারের ফিতরা হার:

  • গম/আটা: ১ কেজি ৬৫০ গ্রাম বা ১১০ টাকা
  • যব: ৩ কেজি ৩০০ গ্রাম বা ৫৩০ টাকা
  • খেজুর: ৩ কেজি ৩০০ গ্রাম বা ২,৩১০ টাকা
  • কিসমিস: ৩ কেজি ৩০০ গ্রাম বা ১,৯৮০ টাকা
  • পনির: ৩ কেজি ৩০০ গ্রাম বা ২,৮০৫ টাকা

সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, ড. খলীলুর রহমান মাদানী, মাওলানা শাহ মো. নেছারুল হক, শায়খ যাকারিয়া (রা.) রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মুফতি মিজানুর রহমান সাইদ, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. ওয়ালিউল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুফাসসির ড. মাওলানা মুহাম্মদ আবু সালেহ পাটোয়ারী, পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী এবং ইসলামিক ফাউন্ডেশনের অন্যান্য বিশিষ্ট সদস্যগণ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *