১৫ মার্চ, শনিবার, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে রাজনৈতিক দল ও বিভিন্ন কমিশন আলোচনা করেছে। সভায় জাতিসংঘের মহাসচিব রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আরও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার জন্য একটি সুস্পষ্ট আহ্বান জানান।
এ সময় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জাতিসংঘের মহাসচিবকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতিসংঘের বাংলাদেশ টিম এবং জেনেভার মানবাধিকার কমিশনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিষয়টি মানবাধিকার দপ্তরের ১১৪ পৃষ্ঠার প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে। তিনি আরও বলেন, বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে, জাতিসংঘের বিভিন্ন সংস্থায় থাকা শেখ হাসিনা পরিবারের আত্মীয়দের বিরুদ্ধে যে রাষ্ট্রীয় স্বজনপ্রীতি ও অপব্যবহারের অভিযোগ রয়েছে, সেগুলো তদন্ত করা প্রয়োজন।
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়েও তিনি জাতিসংঘকে আহ্বান জানান। পাশাপাশি, জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশ বিষয়ক উপদেষ্টাদের প্রোফাইল খতিয়ে দেখার প্রয়োজনীয়তা তুলে ধরেন, যাতে তারা ভুল তথ্য দিয়ে জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থাকে বিভ্রান্ত না করতে পারে।
মতবিনিময় সভায় সঞ্চালনা করেন সরকারের আইন উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল। সভায় ঐকমত্য কমিশন, সংবিধান, দুর্নীতি দমন, নির্বাচন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এছাড়া, বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, গণতন্ত্র মঞ্চ ও সিপিবির প্রতিনিধিরাও সভায়
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।