
শনিবার (২২ মার্চ) রাজধানীর রমনা থানার সামনে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি এলাকায় পরীক্ষামূলকভাবে ট্র্যাপার বসানো হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে রিকশার চলাচল সীমিত করার উদ্দেশ্যে ঢাকার সড়কগুলোতে ট্র্যাপার বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ডিএমপির (ট্রাফিক) রমনা বিভাগের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, আপাতত পরীক্ষামূলকভাবে ট্র্যাপার বসানো হচ্ছে এবং এর কার্যকারিতা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার সরেজমিনে রমনা থানার সামনে বেইলি রোড এলাকায় পুলিশ সদস্যদের ট্র্যাপার বসানোর কাজ করতে দেখা গেছে। এর ফলে, পুরাতন এলিফ্যান্ট রোড থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে রিকশার প্রবেশ বন্ধ হয়ে যাবে। একইভাবে, পরিবাগ থেকে ইস্কাটন গার্ডেন হয়ে পুরাতন এলিফ্যান্ট রোডে যাতায়াতকারী রিকশাও শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে প্রবেশ করতে পারবে না।এই ট্র্যাপার বসানোর উদ্যোগ সফল হলে, পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য সড়কেও রিকশার চলাচল সীমিত করতে এমন পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।