
২২ মার্চ: শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এই বিক্ষোভের আয়োজন করে। সমাবেশে বক্তৃতা দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
তিনি বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং বলেন, “যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দুই হাজারেরও বেশি মানুষকে হত্যা করতে পারে, তারা কোনও কুণ্ঠাবোধ ছাড়াই দুই লাখ বিপ্লবী ভাই-বোনদের হত্যা করতে প্রস্তুত থাকবে।”
বিন ইয়ামিন মোল্লা আরও বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নেই। তাহলে তাদের উদ্দেশ্য কী? এই রক্ত এবং জীবন দিয়ে আপনাদের যে ক্ষমতায় বসার সুযোগ সৃষ্টি হয়েছে, সেটা কি দিল্লির নির্দেশে? বিগত ১৬ বছরে আওয়ামী লীগ হাজার হাজার নেতাকর্মীকে হত্যা, গুম ও খুন করেছে, তারপরও তারা রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতির দাবিতে অটল। যারা রাজপথে লড়াই করেছে, তারা এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে এবং এর তীব্র নিন্দা জানাচ্ছে।”
তিনি আরও বলেন, “একটা গোষ্ঠী সেনাবাহিনীর বিরুদ্ধে জনমনে ক্ষোভ সৃষ্টি করছে। আমরা জনগণকে সতর্ক করতে চাই, কেউ যদি আপনাদেরকে অন্ধকারে ঢিল মারতে বলে, তাহলে তার কথায় কর্ণপাত করবেন না। আমরা দেখেছি, একজন সমন্বয়ক নেতা আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে হামলার জন্য স্ট্যাটাস দিয়েছে। তারপরে কেন এই ধরনের উসকানিকে বিশ্বাস করব?”
বিন ইয়ামিন মোল্লা বলেন, “আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন সবসময় জনগণের পক্ষে থাকে। দেশের ক্রান্তিলগ্নে, সেনাবাহিনী জনগণের পক্ষেই দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তাদের এই ভূমিকা অব্যাহত থাকবে। গণহত্যাকারীর পক্ষ নিয়ে সেনাবাহিনী কোনো অবস্থাতেই থাকতে পারে না।”
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁরা সমাবেশে বক্তব্য প্রদান করে সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান দৃঢ় করেন।
এদিনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সুর শোনা যায়।
প্রতিবাদী বক্তব্যে বলা হয়: আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গণহত্যাকারীর প্রতি নীরবতা অবলম্বন করা যাবে না। সেনাবাহিনী জনগণের পক্ষে থাকবে—এমন প্রত্যাশা।
সমাবেশের শেষে ছাত্র অধিকার পরিষদের নেতারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।