
ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মিরপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে অভিযান পরিচালনা করেছে।
শনিবার (২২ মার্চ) মিরপুর ট্রাফিক বিভাগের আওতাধীন কোটবাড়ি থেকে নবাবেরবাগ এলাকায় কয়েকটি গাড়ি ওয়ার্কশপ পরিদর্শন করা হয়। অভিযানে, সংশ্লিষ্ট কর্মকর্তারা ফিটনেসবিহীন এবং লক্কড়-ঝক্কড় গাড়ি মেরামত ও চলাচল রোধের জন্য ওয়ার্কশপ মালিকদের সতর্ক করে এবং মুচলেকা নেয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঈদের আগে কোনভাবেই অবৈধ গাড়ি রাস্তায় নামাতে সহযোগিতা না করার জন্য কাজী ওয়ার্কশপ মালিকদের প্রতিশ্রুতি নেয়া হয়। অভিযানে মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার, বিআরটিএ-এর ম্যাজিস্ট্রেট, মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত ও সহকারী পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন।