আগামী ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজগুলো জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। রোববার (২৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো দেশের বিভিন্ন স্থানে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে।
নিম্নোক্ত স্থানে যে জাহাজগুলো পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে:
ঢাকা (সদরঘাট, ঢাকা) – বানৌজা চিত্রা
নারায়ণগঞ্জ (পাগলা নেভাল জেটি, নারায়ণগঞ্জ) – বানৌজা অতন্দ্র
চট্টগ্রাম (নেভাল বার্থ-২, নিউ মুরিং, চট্টগ্রাম) – বানৌজা সমুদ্র অভিযান
খুলনা (বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল, খুলনা) – বানৌজা অপরাজেয়
মোংলা (দিগরাজ নেভাল বার্থ) – বানৌজা ধলেশ্বরী
বরিশাল (মেরিন ওয়ার্কশপ জেটি, বরিশাল) – বানৌজা পদ্মা
চাঁদপুর (বিআইডব্লিউটিএ ঘাঁট, চাঁদপুর) – বানৌজা শহীদ ফরিদ
এই উদ্যোগের মাধ্যমে জনসাধারণকে নৌবাহিনীর দক্ষতা এবং সামরিক জাহাজগুলোর কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি স্বাধীনতা দিবসের স্মৃতিচারণও করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।