ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থায় চলাচল করা ট্রেনগুলোর মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দুটি ট্রেন বিলম্বিত হয়ে চলাচল করেছে। বিলম্বিত ট্রেনগুলো হলো কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস (৭৩৭) ও লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস (৮০৯)।
কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও তা ৭টা ৫৫ মিনিটে ছেড়ে যায়। অপরদিকে, বুড়িমারী এক্সপ্রেস সকাল ৮টায় ছাড়ার কথা থাকলেও ইঞ্জিন সংকটের কারণে সেটি ২ ঘণ্টা বিলম্বে সকাল ১০টায় ঢাকা ছাড়ে।
এছাড়া, জামালপুর এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস ট্রেনও কিছুটা বিলম্বিতভাবে ছাড়ে।
রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানিয়েছেন, "ইঞ্জিন সংকটের কারণে বুড়িমারী এক্সপ্রেস দেড় ঘণ্টা দেরিতে ছেড়েছে, আর এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেসের ইঞ্জিন রিপ্লেসমেন্টে কিছু সময় লেগেছে।"
এছাড়া, নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রেলওয়ে ও জিআরপি পুলিশ বাহিনী উপস্থিত থাকলেও সময়ের সঙ্গে সাথে নিরাপত্তা ব্যবস্থা কিছুটা ঢিলেঢালা হয় বলে অভিযোগ উঠেছে। তবে, স্টেশন ব্যবস্থাপক দাবি করেছেন, "চেকিং সঠিকভাবে হচ্ছে এবং লোকবল কম থাকলেও আমরা ভালোভাবে চেকিং করার ব্যবস্থা করেছি।"
আজ রেলপথে ৫৫ হাজার যাত্রীর বাড়ি ফেরার আশা
আজ ঢাকা থেকে মোট ৪৩টি আন্তঃনগর এবং ২৫টি মেইল ও কমিউটার ট্রেন ছেড়ে যাবে, যাদের মধ্যে ৫৫ হাজার যাত্রী বাড়ি ফিরবেন বলে আশা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।