০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পিআইবিতে সেমিনারে মিডিয়া এবং মিথ্যা তথ্যের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “নতুন বাংলাদেশ গড়তে সঠিক তথ্য জানা জরুরি।” তিনি আরও বলেন, মিথ্যা তথ্যের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে সমাজে বিভ্রান্তি সৃষ্টি না হয় এবং জনগণ প্রকৃত তথ্য পেতে পারে।

রোববার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘মিডিয়া ইন দি এজ অব মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন: চ্যালেঞ্জেস, রেসপনসিবিলিটিজ অ্যান্ড দ্য পাথ ফরোয়ার্ড ফর ডেভেলপমেন্ট’ সেমিনারে বক্তৃতা প্রদানকালে তিনি বলেন, “গণমাধ্যমের দায়িত্ব হলো সঠিক তথ্য তুলে ধরা, তবে অনেক ক্ষেত্রে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা সমাজে ভুল ধারণা তৈরি করছে।”

তিনি আরও বলেন, কিছু সংবাদ শুধু ভিউ বাড়ানোর জন্য প্রকাশিত হয়, যার ফলে প্রকৃত সত্য আড়ালে চলে যায়। এসব বিষয় বিবেচনায় এনে সঠিক সংবাদ প্রচার নিশ্চিত করার জন্য গণমাধ্যমের কাঠামো এবং মালিকানা কাদের হাতে রয়েছে, তা গভীরভাবে বুঝতে হবে।

সেমিনারে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, ইউল্যাবের অধ্যাপক ড. দ্বীন মুহাম্মদ সুমন রহমান, এবং অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অশীষ দামলে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

ট্যাগ
পোস্টকারীর সকল তথ্য

জনপ্রিয় সংবাদ

“ড. ইউনূস ও মোদির বৈঠক: দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত”

পিআইবিতে সেমিনারে মিডিয়া এবং মিথ্যা তথ্যের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা ।

প্রকাশিত হয়েছে: ০৪:২৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “নতুন বাংলাদেশ গড়তে সঠিক তথ্য জানা জরুরি।” তিনি আরও বলেন, মিথ্যা তথ্যের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে সমাজে বিভ্রান্তি সৃষ্টি না হয় এবং জনগণ প্রকৃত তথ্য পেতে পারে।

রোববার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘মিডিয়া ইন দি এজ অব মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন: চ্যালেঞ্জেস, রেসপনসিবিলিটিজ অ্যান্ড দ্য পাথ ফরোয়ার্ড ফর ডেভেলপমেন্ট’ সেমিনারে বক্তৃতা প্রদানকালে তিনি বলেন, “গণমাধ্যমের দায়িত্ব হলো সঠিক তথ্য তুলে ধরা, তবে অনেক ক্ষেত্রে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা সমাজে ভুল ধারণা তৈরি করছে।”

তিনি আরও বলেন, কিছু সংবাদ শুধু ভিউ বাড়ানোর জন্য প্রকাশিত হয়, যার ফলে প্রকৃত সত্য আড়ালে চলে যায়। এসব বিষয় বিবেচনায় এনে সঠিক সংবাদ প্রচার নিশ্চিত করার জন্য গণমাধ্যমের কাঠামো এবং মালিকানা কাদের হাতে রয়েছে, তা গভীরভাবে বুঝতে হবে।

সেমিনারে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, ইউল্যাবের অধ্যাপক ড. দ্বীন মুহাম্মদ সুমন রহমান, এবং অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অশীষ দামলে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।