মঙ্গলবার (২৫ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় দেশের মহান স্বাধীনতা সংগ্রাম ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি, যা শহীদদের আত্মত্যাগের কারণে সম্ভব হয়েছে।"
তিনি স্বাধীনতা যুদ্ধের সব বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে, "আমরা তাদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেব না," মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা এ সময় মরণোত্তর পুরস্কার নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, "মরণোত্তর পুরস্কার দেওয়ার চেয়ে জীবদ্দশায় পুরস্কার পেলে যে আনন্দ, তা কখনোই মরণোত্তর পুরস্কারের মাধ্যমে পাওয়া যায় না।" তিনি উল্লেখ করেন, জীবিতদের সম্মান জানানো গুরুত্বপূর্ণ এবং তাদের অবদানকে স্মরণ করার ক্ষেত্রে আমরা যেন কোনো দিন অবহেলা না করি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, "আমরা যেন আগামীতে একটি নিয়ম চালু করতে পারি, যেখানে যারা মরণোত্তর পুরস্কার পাবেন, তাদের জীবদ্দশায় সম্মান জানানো হবে।"
প্রধান উপদেষ্টা ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের মধ্যে উল্লেখযোগ্য কিছু ব্যক্তিত্বের নাম তুলে ধরেন। তিনি অধ্যাপক জামাল নজরুল ইসলামকে পৃথিবীজুড়ে পরিচিত একজন বিজ্ঞানী হিসেবে উল্লেখ করেন, যিনি মানবকল্যাণে নিবেদিত ছিলেন।
আল মাহমুদ, আজম খান, নভেরা আহমেদ এবং বদরুদ্দীন উমর-এর মতো বরেণ্য ব্যক্তিত্বদের কৃতিত্বের কথাও তিনি স্মরণ করেন। বিশেষত, আজম খান এর সামাজিক অবদান এবং নভেরা আহমেদ এর আধুনিক ভাস্কর্য নির্মাণে অবদানকে তিনি জাতির জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা আবরার ফাহাদকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করাকে অত্যন্ত গর্বের বিষয় বলে অভিহিত করেন। তিনি বলেন, "আবরার ফাহাদ জাতির পক্ষে ন্যায়বিচার ও বাকস্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, তাকে সম্মান জানানো আমাদের কর্তব্য।"
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মতে, "এই জাতির বিশিষ্ট ব্যক্তিত্বদের অবদান প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হয়ে থাকবে।" তিনি আরও বলেন, "আজকের এই সম্মাননা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদানকে স্মরণ করে, যা পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা এবং অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।"
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।