
ঢাকা, ২৬ মার্চ: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে চীনের হাইয়ান বিমানবন্দরে পৌঁছেছেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং হাইয়ান প্রদেশের ভাইস গভর্ণর কিওনগাই বো।
ড. ইউনূস চীনের হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার (BFA) সম্মেলনে ২৭ মার্চ অংশগ্রহণ করবেন এবং উদ্বোধনী সেশনে বক্তব্য রাখবেন। সফরের অংশ হিসেবে, তিনি ২৮ মার্চ বেইজিংয়ে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়া, ড. ইউনূস ২৯ মার্চ পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন এবং সেখানে বক্তৃতা দেবেন। সফর শেষে, তিনি বেইজিং থেকে ঢাকায় ফিরবেন।
এ সফরের সময় ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই হতে পারে এবং চীন বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তা প্রদান ও মোংলা বন্দরের আধুনিকায়নে অর্থায়নের ঘোষণা দিতে পারে।