দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে গত শুক্রবার শুরু হওয়া দাবানলে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২৬ জন আহত হয়েছেন। দাবানলটি ইতিমধ্যে দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দাবানল হিসেবে রেকর্ড গড়েছে।
দাবানলে ২৬ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। ২৩ হাজারের মতো মানুষকে তাদের বাড়িঘর ছাড়তে হয়েছে। দাবানলে উইসেয়ং শহরের ১ হাজার ৩০০ বছরের পুরোনো একটি মন্দির পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ৫ হাজার সেনা ও অগ্নিনির্বাপণ কর্মী মোতায়েন করা হয়েছে।
শুক্রবার সানচেয়ং কাউন্টিতে দাবানলের সূত্রপাত হওয়ার পর আগুন দ্রুত উইসেয়ং, খিলক্ষেত ও পার্শ্ববর্তী এলাকার দিকে ছড়িয়ে পড়ে। দাবানলের কারণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দক্ষিণ কোরিয়া।
দাবানল নিয়ন্ত্রণে কয়েক হাজার অগ্নিনির্বাপণ কর্মী, ৫ হাজার সেনা এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হেলিকপ্টারও সাহায্য করেছে। কিন্তু বুধবার উইসেয়ংয়ের পাহাড়ি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন।
দক্ষিণ কোরিয়ায় দাবানল খুবই কম ঘটলেও এই ঘটনা দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে ১৭ হাজার হেক্টর বনাঞ্চল পুড়ে গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।