
দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন চ্যানেলটির চেয়ারম্যান। বৃহস্পতিবার (২৭ মার্চ) এক চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
চিঠিতে দেশ টিভির চেয়ারম্যান বলেন, “আরিফ হাসান এবং তার মনোনীত কোনো প্রতিনিধির সাথে দেশ টিভি সংক্রান্ত আর্থিক বা পরিচালনাগত বিষয়ে কোনো ধরনের যোগাযোগ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা এবং অন্যান্য অংশীজনদের অনুরোধ করা যাচ্ছে।”
সূত্র জানায়, আরিফ হাসানের বিরুদ্ধে টিভি পরিচালনায় বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। দেশ টিভির অভ্যন্তরীণ অডিটে প্রমাণ পাওয়া গেছে যে, তিনি টিভির ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আয় করা অর্থ কানাডায় পাচার করেছেন।
এছাড়া, আরিফ হাসানের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও ছাত্র হত্যা মামলায়ও অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি কারাগারে আছেন, যেহেতু দুদক তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে এবং ছাত্র হত্যা মামলায়ও তার নাম উঠে এসেছে।
দেশ টিভির চেয়ারম্যান সকলকে সতর্ক করে দিয়ে বলেন, এই পরিস্থিতিতে আরিফ হাসান বা তার প্রতিনিধির সাথে কোনো ধরণের যোগাযোগ বা আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।