
ঢাকা, ২৯ মার্চ ২০২৫: ঈদুল ফিতরের সময় ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “যদি কোনো হুমকি থাকে, তবে তা মোকাবিলা করা হবে। জনগণের সাহায্যে ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব, তাই কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত হতে পারবে না।”
শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো জানান, এবার ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছে, যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। “সবাই ছুটি উপভোগ করছে, কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনী ঈদের ছুটি ভোগ না করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করছে,” বলেন তিনি।
পরিদর্শনের সময় গাবতলী বাস টার্মিনাল এবং আশপাশের এলাকায় যাত্রীদের সুবিধার্থে টিকিট মূল্য নিয়ে খোঁজ-খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, “প্রত্যেকটি কাউন্টারে ভাড়ার চার্ট ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদি কেউ অতিরিক্ত ভাড়া আদায় করে, তবে বিআরটিএ এবং পুলিশ কন্ট্রোল রুমে অভিযোগ করা যাবে।”
এছাড়া, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। “চালকরা যাতে পর্যাপ্ত বিশ্রাম নিতে পারে, তার জন্য মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে,” বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “সরকারের উদ্যোগের কারণে এবার যাত্রীরা স্বস্তিতে বাড়ি যেতে পারছেন এবং নিরাপদে ঢাকা ফিরে আসতে পারবেন।”
এসময় গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন এবং ভাড়ার তালিকা পর্যালোচনা করেন তিনি।