ঢাকা: প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে সড়ক, রেল ও নৌপথে ঢাকা ছাড়ছে হাজার হাজার মানুষ। তবে এবারের ঈদযাত্রায় আগের চিত্র থেকে কিছুটা ব্যতিক্রম দেখা যাচ্ছে। সাধারণত ঈদকালে ট্রেনের বিলম্ব এবং অতিরিক্ত যাত্রীদের ভিড় এক পরিচিত সমস্যা হলেও এবার এসব সমস্যা কিছুটা কমেছে।
কমলাপুর রেলস্টেশন থেকে শনিবার (২৯ মার্চ) সকাল থেকে এখন পর্যন্ত কোনো ট্রেনই বিলম্বিত হয়নি। স্টেশন এলাকাতে যাত্রীদের ভিড়ও তুলনামূলকভাবে কম দেখা গেছে। সাধারণত সব ঈদযাত্রায় ট্রেনের ছাদে যাত্রী উঠার ঘটনা ঘটে, কিন্তু এবার তা ঘটেনি। তবে প্রতিটি ট্রেনের কোচে অতিরিক্ত যাত্রী উঠছেন এবং তারা গন্তব্যের দিকে রওনা হচ্ছেন।
কমলাপুর স্টেশন দেখা যাচ্ছে যাত্রীরা ট্রেন ছাড়ার অন্তত এক থেকে দেড় ঘণ্টা আগে স্টেশনে পৌঁছে যাচ্ছেন। রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা বলেন “এবার ঈদযাত্রা এতটাই ঝামেলা হিন যে, আগে কখনো এমন পরিস্থিতি দেখিনি। ট্রেনে যাত্রীসংখ্যা কম, আর ভিড়ও তেমন নেই। গত বছরের তুলনায় এবার পরিস্থিতি অনেক ভালো।”
এদিকে, জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা সকাল ৯টা থেকেই প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন, যদিও ট্রেনটির নির্ধারিত যাত্রা সময় ছিল সকাল ১০টা। জামালপুর এক্সপ্রেসের এক যাত্রী বলেন “টিকিট কাটতে কিছুটা সমস্যা হলেও ট্রেনের কোন বিলম্ব নেই, যা খুবই ভালো। এবারের ঈদযাত্রা অনেক সুন্দর।”
ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানান, “আজ সকাল থেকে এখন পর্যন্ত ১৪টি আন্তঃনগর ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে, কোনো ট্রেনও বিলম্বিত হয়নি। কিছু ট্রেনে যাত্রীদের চাপ ছিল, তবে এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক।”
যাত্রীদের মুখে মুখে শোনা যাচ্ছে। <span;>এবারের ঈদযাত্রা যে অনেকটা নির্বিঘ্ন এবং স্বস্তিদায়ক হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।