১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা ।

রোববার (৩০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান ও প্রধান উপদেষ্টার মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

আইএসপিআর জানায়, আসন্ন ঈদে দেশের লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন ও বাসস্ট্যান্ডসহ সব সড়কে নিরাপদ পরিবহন সেবা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া শিল্পাঞ্চলে শ্রমিকদের সঙ্গে মালিকদের সমঝোতা ও সহমত নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাক্ষাৎকালে সেনাপ্রধান আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে সেনাবাহিনী দেশের সব সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করবে এবং শহীদ যোদ্ধাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এ সময়, সেনাবাহিনীর পেশাদারিত্ব ও ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

ট্যাগ
পোস্টকারীর সকল তথ্য

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতরে লক্ষ শ্রমিকের অবদান উদযাপন, পুরস্কৃত হলেন রুবেল আহমেদ ।

সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা ।

প্রকাশিত হয়েছে: ১২:০২:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

রোববার (৩০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান ও প্রধান উপদেষ্টার মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

আইএসপিআর জানায়, আসন্ন ঈদে দেশের লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন ও বাসস্ট্যান্ডসহ সব সড়কে নিরাপদ পরিবহন সেবা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া শিল্পাঞ্চলে শ্রমিকদের সঙ্গে মালিকদের সমঝোতা ও সহমত নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাক্ষাৎকালে সেনাপ্রধান আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে সেনাবাহিনী দেশের সব সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করবে এবং শহীদ যোদ্ধাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এ সময়, সেনাবাহিনীর পেশাদারিত্ব ও ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।