আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে আগামীকাল সোমবার বাংলাদেশে উদযাপিত হবে মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় করবেন এবং ঈদুল ফিতরের আনন্দে পরিবার-পরিজনদের সঙ্গে মিলিত হবেন।
ঢাকা শহরের প্রধান ঈদ জামাত
এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এই জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্যান্য রাজনীতিবিদ, বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য এবং সব শ্রেণি-পেশার মানুষ। জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষ নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে।
ঈদ জামাতে প্রধান ইমাম
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন। ক্বারী হিসেবে থাকবেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।
ঈদ জামাতের বিকল্প ব্যবস্থা
যদি আবহাওয়া প্রতিকূল হয় কিংবা কোনো কারণে জাতীয় ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত না হয়, তাহলে সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ মসজিদে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
বায়তুল মোকাররমে ঈদের জামাত
-
প্রথম জামাত: সকাল ৭টায়, ইমাম—হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী
-
দ্বিতীয় জামাত: সকাল ৮টায়, ইমাম—হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান
-
তৃতীয় জামাত: সকাল ৯টায়, ইমাম—ড. মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান
-
চতুর্থ জামাত: সকাল ১০টায়, ইমাম—ড. মুশতাক আহমদ
-
পঞ্চম জামাত: সকাল ১০:৪৫ মিনিটে, ইমাম—মুফতি মো. আব্দুল্লাহ
দেশের সর্ববৃহৎ ঈদ জামাত—শোলাকিয়া
প্রতি বছর কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে দেশটির সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এবার সেখানে হবে ঈদুল ফিতরের ১৯৮তম জামাত, সকাল ১০টায়। এখানে ইমামতি করবেন বড় বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ।
ঢাকার বিভিন্ন মসজিদে ঈদ জামাত
এবার ঢাকায় ১,৪৩৫টি মসজিদ ও ১৮৯টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হল:
-
আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ: সাড়ে ৮টায়
-
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ: প্রথম জামাত ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায়
-
বুয়েট কেন্দ্রীয় মসজিদ: জামাত সকাল সোয়া ৭টায়
-
জাতীয় সংসদ ভবন: সকাল সাড়ে ৮টায়
নিরাপত্তা ব্যবস্থাপনা
জাতীয় ঈদগাহ মাঠে জামাতের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। মুসল্লিদের জন্য অজু করার জায়গা, শৌচাগার এবং সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া চিকিৎসা সহায়তার জন্য দুটি মেডিকেল টিমও থাকবে।
জায়নামাজ না আনার পরামর্শ
ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া জানিয়েছেন, মুসল্লিদের জাতীয় ঈদগাহে জায়নামাজ নিয়ে না আসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এখানে ইতোমধ্যে আরামদায়ক কার্পেট বিছানো হয়েছে। নারীদের জন্য আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়া, মুসল্লিদের সুবিধার্থে পরিবহন ব্যবস্থা এবং অন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে, যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হতে পারে।