ঢাকা, ১ এপ্রিল ২০২৫: মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে যানবাহনের সংখ্যা অনেক কমে গেছে। মিরপুর, বিজয় সরণি, ফার্মগেট, বাংলা মোটর, মগবাজার মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়কগুলো একেবারে ফাঁকা দেখা গেছে। এই সময়ের মধ্যে হাতেগোনা কিছু গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল করলেও, ব্যাটারি ও প্যাডেল চালিত রিকশা, সিএনজি ও মোটরসাইকেল চলাচল করছিল চোখে পড়ার মতো।
শপিং মল, বাজার ও অফিসপাড়া ছিল প্রায় ফাঁকা। বেসরকারি চাকরিজীবী মনিরুল ইসলাম মিন্টু জানান, “সারা বছর ঢাকায় এত যানজট থাকে যে বাইরে বের হতে মন চায় না, কিন্তু এখনকার নিরিবিলি পরিবেশ দেখলে মনটাই ভালো হয়ে যায়। যদি সারা বছর এমন থাকতো, তাহলে কতই না ভালো হত।
একজন গৃহিণী বলেন, “ঢাকায় অন্যান্য সময় এত যানজট থাকে যে মনে হয় অন্য কোথাও সুযোগ থাকলে চলে যেতাম । তবে ঈদের ছুটিতে শান্তি মেলে। এমন ঢাকা থাকলে আমাদের মতো মানুষের জীবন অনেক সহজ হতো।”
প্রাইভেট বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, “ঈদের সময় ঢাকার ফাঁকা রাস্তাগুলোতে ঘুরে বেড়ানোর দারুণ সুযোগ পাওয়া যায়। গতকালও ঈদের নামাজের পর বন্ধুদের সঙ্গে ব্যাটারি চালিত রিকশায় করে পুরো ঢাকা শহরটা উপভোগ করেছি। খুব ভালো লেগেছে।”
তবে, ফাঁকা রাস্তায় রিকশাচালক জানান, “মামা ব্যাটারি চালিত রিকশা অনেক বেশি যাত্রী কম, তাই আয়-রোজগারও কমে গেছে। তবে ভালো দিক হলো, কোনো জ্যাম নেই, রাস্তায় রিকশা চালানো সহজ লাগছে।”
গন পরিবহনের চালকের সহকারী বলেন, “সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রী পাওয়া যাচ্ছে না, তবে বিকেল থেকে রাত অবধি কিছু যাত্রী হচ্ছে। এই সপ্তাহের পুরোটাই এমন কম যাত্রী পাওয়া যাবে।”
এছাড়া, সড়ক ফাঁকা থাকায় ট্রাফিক পুলিশদের দায়িত্ব পালনে চাপ কমেছে। তবে, নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন পয়েন্টে টহল দিতে দেখা গেছে।
এদিকে, সরকারি টানা ৯ দিনের ছুটি থাকায়, ৬ এপ্রিল অফিস-আদালত খুলবে বলে জানানো হয়েছে। ফলে, ঢাকা শহর কিছুটা ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।