মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস গত সোমবার (৩১ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন যে, এই বছর ১৯তম বার্ষিক আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারটি বিশ্বজুড়ে সেই সমস্ত নারীদেরকে সম্মানিত করে, যারা শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের জন্য অবিচলভাবে কাজ করছেন। তাদের প্রচেষ্টার ফলে প্রায়শই তারা নিজেদের নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকির সম্মুখীন হন।
এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের ২০২৪ সালের আন্দোলনে অংশ নেওয়া নারী নেত্রীর কৃতিত্ব সম্পর্কে প্রশ্ন তুললে, ট্যামি ব্রুস বলেন, তিনি এই বিষয়ে কোনো অনুমান করতে চান না এবং শুধুমাত্র পুরস্কারের বিষয়ে মন্তব্য করবেন।
তিনি আরও জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ১ এপ্রিল, মঙ্গলবার, পররাষ্ট্র দপ্তরে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করবেন। পুরস্কারের জন্য এই বছর আটজন অসাধারণ নারীকে নির্বাচন করা হয়েছে, যারা বিশ্বজুড়ে নারী ও মেয়েদের ক্ষমতায়ন এবং ভবিষ্যতের উন্নয়নে অবদান রেখেছেন।
এছাড়া, এই পুরস্কারের সঙ্গে যুক্ত “ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড”ও প্রদান করা হবে, যা গত জুলাই মাসে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের সম্মানিত করেছে।
এখন পর্যন্ত, ২০০৭ সাল থেকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ৯০টিরও বেশি দেশের ২০০ জনেরও বেশি নারীকে এই পুরস্কারে ভূষিত করেছে।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।