গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মরক্কোর রাজধানী রাবাতে হাজার হাজার মানুষ সমাবেশ করেছেন। রোববার (৬ এপ্রিল) অনুষ্ঠিত এই সমাবেশটি গত কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনিদের সমর্থনে সবচেয়ে বড় জমায়েত বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, দুই মাসের যুদ্ধবিরতির পর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন করে অভিযানের বিরুদ্ধে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা একত্রিত হয়ে মরক্কোর রাজধানী রাবাতে এসে প্রতিবাদ জানায়।
মরক্কোর ইসলামপন্থী-সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক জোট "জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি" এই বিক্ষোভের আয়োজন করেছিল, যা রাজধানী রাবাতে অবস্থিত সংসদ ভবনের পাশে মোহাম্মদ ভি অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন এবং ড্রাম বাজিয়ে তাদের প্রতিবাদ জানান। এই সমাবেশে ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে নিয়ে এবং নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছবি প্রদর্শন করে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানান।
বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল শিশুদের উপস্থিতি, যারা লাল রঙের কাপড় হাতে নিয়ে ফিলিস্তিনে নিহত হাজার হাজার মানুষের প্রতীক হিসেবে অংশগ্রহণ করেন। এ সময় সমাবেশে উপস্থিত জনতার মধ্যে এক ধরনের ঐক্য এবং ফিলিস্তিনিদের জন্য তীব্র সহানুভূতি দেখা যায়।
গাজায় ১৮ মার্চ থেকে ইসরায়েলি বাহিনীর নতুন সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ১,৩৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত মোট ৫০,৬৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ আহত হয়েছেন, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মরক্কোতে আয়োজিত এই বিক্ষোভ একদিকে যেমন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনিদের সহায়তার আহ্বান, তেমনি এটি গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে পশ্চিম এশিয়ার মুসলিম বিশ্বের প্রতিবাদ হিসেবে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।