রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (৮ এপ্রিল) তাকে আদালতে হাজির করে পুলিশ দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে, তবে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তুরিন আফরোজের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন দুপুর ১টার দিকে তুরিন আফরোজকে আদালতে আনা হয়, এবং দুপুর ২:৩৫ এজলাসে তোলা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে বক্তব্য রাখেন, অন্যদিকে আসামিপক্ষে তুরিন আফরোজ নিজেই আদালতে বক্তব্য তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
এটি জানানো হয়, ৭ এপ্রিল রাতে উত্তরা একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় জানানো যায়, ৫ আগস্ট দুপুরে উত্তরা পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাছে বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আব্দুল জব্বার। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার এজাহারনামীয় আসামি ছিলেন তুরিন আফরোজ (৩০ নম্বর)।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।