
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বর্তমানে একমাত্র পুত্র আব্রাম খান জয়কে নিয়ে সিঙ্গেল মাদারের দায়িত্ব পালন করছেন। তবে মা-ছেলে ছাড়াও আব্রাম তাঁর বাবার আদর থেকে বঞ্চিত নয়। অপু বিশ্বাসের প্রাক্তন স্বামী, মেগাস্টার শাকিব খান, নিয়মিত আব্রামের সঙ্গে দেখা করতে যান।
গেল ঈদেও শাকিব খান আব্রামকে দেখতে অপু বিশ্বাসের বাসায় যান। ছেলের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেন শাকিব, যেখানে দেখা যায় বাবা-ছেলের মাঝে খুনসুটিও।
এদিকে, ছুটির মেজাজে অপু বিশ্বাস তার পুত্রকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যান। সিঙ্গাপুরের মারলায়ন পার্কে ছবি তোলেন অপু ও আব্রাম। সেখানে তারা সিংহের মূর্তির পাশে দাঁড়িয়ে ফ্রেমবন্দি হন। পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন, ঠিক যেন তার বাবা শাকিব খানের মতো।
মা-ছেলের সেই ছবিতে অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন তাদের সৌন্দর্য। অপু ও আব্রামের একসাথে ছবি দেখে ভক্তরা তাদের প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশ করেছেন।
অপু বিশ্বাস ও শাকিব খান ২০০৮ সালে গোপনে বিয়ে করেন। তবে ২০১৭ সালে প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদ ঘটে এবং একমাত্র সন্তান আব্রামকে নিয়ে বর্তমানে অপু বিশ্বাস একা সংসার করছেন।