ঢাকা, ১০ এপ্রিল: গাজায় চলমান ইসরায়েলি হামলা, মানবাধিকার লঙ্ঘন ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি প্রদান করেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পররাষ্ট্র উপদেষ্টার প্রতিনিধির কাছে স্মারকলিপিটি হস্তান্তর করে। এতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম স্বাক্ষর করেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, গবেষণা সম্পাদক গোলাম যাকারিয়া, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহানগরের শাখা সভাপতি।
স্মারকলিপিতে ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে উল্লেখ করে একাধিক দাবির প্রস্তাবনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য:
পাসপোর্টে ‘Except Israel’ পুনর্বহাল ,ইসরায়েলি পণ্য বর্জন ,গোপন বৈদেশিক চুক্তি প্রকাশ ,গাজার জন্য মানবিক সহায়তা ,আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের বিচার
ছাত্রশিবির স্মারকলিপিতে বাংলাদেশের পক্ষ থেকে জোরালো কূটনৈতিক তৎপরতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।