সুনামগঞ্জের করচার হাওরে গজারিয়া রাবার ড্যামের ছিদ্র হয়ে হাওরে পানি প্রবেশ করায় উদ্বিগ্ন স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় আয়োজিত ‘বোরো ধান কর্তন উৎসব’ চলাকালীন এই ঘটনা ঘটে।
স্থানীয় কৃষকদের অভিযোগ ছিল, রাবার ড্যামে ছিদ্র দেখা দেওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়নি। বিষয়টি সামনে আসতেই উপদেষ্টা সরাসরি ফোন করেন সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনকে। ফোনে প্রকৌশলীর প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন:
“কোথায় ঘুমাইতেছেন, জানেন না আমরা আসব? আপনি খোঁজ রাখেন নাই! শুনেন, রাবার ড্যাম ৭ দিনের মধ্যে ঠিক করবেন, না হলে আপনারেই কিন্তু রিপেয়ার কইরা দিমু। পয়সা খাইবেন, পকেটে ডুকাইবেন, কাম করবেন না— এটা আর চলবে না।”
স্থানীয় কৃষকদের দাবি, ড্যামে ছিদ্র হওয়ার কারণে হাওরের ফসল হুমকির মুখে পড়েছে। বারবার জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এলজিইডি। এই দুর্যোগে ফসল নষ্ট হয়ে গেলে কৃষকদের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন:
“রাবার ড্যামের কাজ আগেই শেষ হয়েছে। কৃষকরা অযথাই আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। পরে আমি উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি এবং পুরো বিষয়টি ব্যাখ্যা করেছি।”
ঘটনাস্থলেই উপদেষ্টা যোগাযোগ করেন রাবার ড্যাম তদারকি সংস্থার প্রধান কর্মকর্তার সঙ্গে এবং সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দেখার নির্দেশ দেন।
তিনি আরও বলেন,
“কারো অবহেলায় কৃষকের ফসল নষ্ট হলে কাউকে ছাড় দেওয়া হবে না।”
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।