বাংলাদেশ পুলিশের লোগোতে আসছে নতুন পরিবর্তন। বহুবছর ধরে ব্যবহৃত বিদ্যমান মনোগ্রাম বাদ দিয়ে এবার চূড়ান্ত করা হয়েছে নতুন লোগো, যাতে ফুটে উঠেছে দেশের জাতীয় ঐতিহ্য ও প্রতীকী উপাদান।
নতুন লোগোটিতে স্থান পেয়েছে— জাতীয় ফুল শাপলা ধান ও গমের শীষ পাটপাতা, যার ওপর উজ্জ্বলভাবে লেখা রয়েছে: ‘পুলিশ ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশের সদর দপ্তর (পুলিশ হেডকোয়ার্টার্স) থেকে অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত একটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়, “বাংলাদেশ পুলিশের বর্তমান মনোগ্রাম পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে, যা ইতোমধ্যেই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করেছে। বর্তমানে শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা।”
চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে সারা দেশের প্রতিটি পুলিশ ইউনিট ও জেলায় এই লোগোর ব্যবহার বাধ্যতামূলকভাবে কার্যকর হবে। এর আওতায়
ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ড, সরকারি যানবাহন এবং অন্যান্য অফিসিয়াল উপকরণে নতুন লোগো যুক্ত করা হবে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, শিগগিরই বাংলাদেশ পুলিশের সব ইউনিট একযোগে নতুন লোগোর ব্যবহার শুরু করবে।
নতুন লোগোতে দেশের ঐতিহ্যবাহী কৃষি, আত্মপরিচয় ও সার্বভৌমত্বের প্রতীকসমূহ স্থান পেয়েছে। এটি শুধু বাহিনীর পরিচিতি নয়, বরং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক ও দায়িত্ববোধের প্রতিফলন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।