ফরিদপুরের ব্রাহ্মণকান্দা এলাকায় একটি মিক্সার প্লান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন এবং আশপাশের তিন থেকে চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর প্রচণ্ড আগুনের সঙ্গে ধোয়ার কুণ্ডলী প্রায় ১০ কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনাস্থল ফরিদপুর শহরের ব্রাহ্মণকান্দা এলাকায় ঢাকা-বরিশাল বাইপাস সড়ক-সংলগ্ন একটি অস্থায়ীভাবে স্থাপিত মিক্সার প্লান্ট, যা জাহিদুর রহমানের মালিকানাধীন বলে জানা গেছে।
বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন— আল আমিন মোল্লা (৩৫), পিতা: জয়নাল মোল্লা, গ্রাম: কাইলাডাঙ্গা, মহেশপুর, ঝিনাইদহমো. মোকসেদ আলী (৪০), পিতা: হযরত আলী, গ্রাম: বকুলনগর, মহেশপুর, ঝিনাইদহ
ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্লান্টের রোলিং বা মিক্সার মেশিনের একটি মোটর থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। তিনি বলেন,
“মিক্সারে ব্যবহৃত গ্রিন ওয়েল খুবই দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা আরও বাড়ে, কারণ আশপাশের দোকানগুলোর গ্যাস সিলিন্ডারও বিস্ফোরিত হয়।”
দমকল বাহিনীর কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা যায়নি।
জানা গেছে, একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ওই এলাকায় সড়কের সংস্কার কাজে মিক্সার প্লান্ট পরিচালনা করে আসছে। এখানে পাথর, পিচ এবং গ্রিন ওয়েল মিশিয়ে সড়ক মেরামতের কাজ করা হয়।
বিস্ফোরণের পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসা-বাড়ি থেকে বের হয়ে নিরাপদ স্থানে চলে যান। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।