ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত পয়লা বৈশাখের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে এই শোভাযাত্রা “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা” নামে পরিচিত হবে।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান চারুকলা অনুষদের ডিন ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, প্রো-উপাচার্য (প্রশাসন) ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, শোভাযাত্রার উপকমিটির সদস্যসচিব অধ্যাপক এ এ এম কাওসার হাসান, প্রক্টর সাইফুদ্দীন আহমদসহ বিভিন্ন উপকমিটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অন্যান্য বছরের মতো এ বছরও চারুকলা অনুষদ পয়লা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে। তবে এবারের আয়োজন হবে আরও বৃহৎ, বর্ণিল এবং জাঁকজমকপূর্ণ। শোভাযাত্রায় থাকবে জাতিগত বৈচিত্র্য, লোকজ সংস্কৃতির উপস্থাপন এবং নানান প্রতীকী শিল্পকর্ম।
প্রসঙ্গত, আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রা ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেসকোর ‘মানবতার গুরুত্বপূর্ণ অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি পায় শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে আলোচনা-সমালোচনার পর এমন সিদ্ধান্ত এলেও, আয়োজকরা আশাবাদী যে এ পরিবর্তনের মধ্য দিয়েও ঐতিহ্য ও সংস্কৃতির মূল চেতনা অটুট থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।