০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন সামনে রেখে সংস্কার কার্যক্রমে গতি আনতে প্রধান উপদেষ্টার তাগিদ ।

আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রমে গতি আনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার বিকেলে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বৈঠকে কমিশনের অগ্রগতি সম্পর্কে প্রফেসর ইউনূসকে অবহিত করেন সদস্যরা। তারা জানান, সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনা চলছে এবং এ পর্যন্ত আটটি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সংস্কার প্রক্রিয়া নিয়ে জনমত যাচাই ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সকল পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে সামগ্রিক সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে হবে।

ট্যাগ
পোস্টকারীর সকল তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে আবারও সোনার দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৪১৮৭ টাকা

জাতীয় নির্বাচন সামনে রেখে সংস্কার কার্যক্রমে গতি আনতে প্রধান উপদেষ্টার তাগিদ ।

প্রকাশিত হয়েছে: ০৫:৩৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রমে গতি আনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার বিকেলে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বৈঠকে কমিশনের অগ্রগতি সম্পর্কে প্রফেসর ইউনূসকে অবহিত করেন সদস্যরা। তারা জানান, সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনা চলছে এবং এ পর্যন্ত আটটি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সংস্কার প্রক্রিয়া নিয়ে জনমত যাচাই ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সকল পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে সামগ্রিক সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে হবে।