
ইসরায়েলের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, জেরুজালেমজুড়ে সাইরেন
ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রোববার (১৩ এপ্রিল) ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের উদ্দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা।
হামলার পরপরই জেরুজালেম, ইসরায়েলের মধ্যাঞ্চল ও পশ্চিম তীরের কিছু এলাকায় সাইরেন বেজে ওঠে, যা স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে ব্যবহার করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি-র প্রতিনিধিরা জানিয়েছেন, তারা জেরুজালেমে সাইরেনের শব্দ ও বিস্ফোরণের আওয়াজ শুনেছেন।
ইসরায়েলি সেনাবাহিনী (IDF) জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানোর চেষ্টা করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে কি না, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই হুথিরা একাধিকবার ইসরায়েলের দিকে হামলা চালিয়ে আসছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ওই সময় থেকে এখন পর্যন্ত ২০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।