
বাংলাদেশি নাগরিকদের জন্য ইস্যু করা পাসপোর্টে পুনরায় “এক্সসেপ্ট ইসরায়েল” (ইসরায়েল ব্যতীত) শর্ত সংযোজন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
রোববার (১৩ এপ্রিল) সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ গণমাধ্যমকে জানান, “পাসপোর্টে নতুন করে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বিষয়টি যুক্ত করা হয়েছে। এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত ৭ এপ্রিল জারি করা হয়েছে।”
পূর্বে বাংলাদেশের পাসপোর্টে স্পষ্টভাবে লেখা থাকত: “This passport is valid for all countries of the world except Israel.”
অর্থাৎ, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত।
তবে ২০২০ সালে দেশে ই-পাসপোর্ট চালু হওয়ার পর নতুন ইস্যু হওয়া পাসপোর্ট থেকে এই বাক্যটি বাদ দেওয়া হয়। সে সময় এ নিয়ে সরকারিভাবে কোনো ব্যাখ্যা বা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এ নিয়ে দেশ-বিদেশে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকরা মনে করছেন, পুনরায় এই শর্ত সংযোজন মূলত বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা বজায় রাখার অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে। বাংলাদেশের সংবিধান ও সরকারি নীতিমতে, ফিলিস্তিনের পাশে অবস্থান এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না রাখার সিদ্ধান্তই এখনো বহাল আছে।