
নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাদেশীদের প্রতি জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
“বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতি ও পরিচয়ের এক উজ্জ্বল উপাদান। এই দিনটি আমাদের অতীত গৌরব ও ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় এবং ভবিষ্যতের পথে এগিয়ে চলার প্রেরণা জোগায়।” তিনি আরও উল্লেখ করেন, গত বছরের ক্লান্তি ও হতাশা পেরিয়ে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে জাতিকে।
তারেক রহমান নববর্ষের প্রভাতে শান্তি, ন্যায় ও কল্যাণের সমাজ গড়ার আহ্বান জানান এবং বলেন, “বৈশাখের বহ্নিতাপে সমাজ থেকে মুছে যাক অসত্য, অন্যায়, অনাচার ও অশান্তি। চারদিকে ছড়িয়ে পড়ুক শান্তির সুবাতাস।”
শেষে তিনি দেশবাসীর মঙ্গল কামনা করে বলেন, “বাংলা ১৪৩২ সালের নতুন আলোতে সবার জীবনে আসুক শান্তি ও সমৃদ্ধি।”