যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো হামাস
ইসরায়েলের প্রস্তাবিত ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রস্তাবের শর্তে বলা হয়েছিল, যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে। কিন্তু ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতি কিংবা গাজা থেকে সেনা প্রত্যাহারের কোনো প্রতিশ্রুতি দেয়নি।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের এ ধরনের একতরফা শর্ত মেনে নেওয়া অসম্ভব। "এটি ছিল দখলদারদের পক্ষ থেকে একটি সময়ক্ষেপণের কৌশল মাত্র," — বলেন একজন জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত সপ্তাহে ইসরায়েল মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নতুন প্রস্তাব পাঠায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈঠকের পরপরই এ প্রস্তাব আসে।
হামাসের মুখপাত্র ওসামা হামদান অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে জিম্মি এডেন আলেক্সান্ডারকে হত্যার চেষ্টা করেছে। হামদান জানান, “এডেনকে যে এলাকায় রাখা হয়েছিল সেখানে সরাসরি বোমাবর্ষণ করা হয়েছে।” তার মতে, ইসরায়েলের উদ্দেশ্য ছিল, যুক্তরাষ্ট্র যেন চাপ প্রয়োগ না করে।
বর্তমানে ধারণা করা হচ্ছে, গাজায় ৫৯ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে মনে করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।