✍️ স্টাফ রিপোর্টার | 📅 ১৫ এপ্রিল ২০২৫ | 🕒 ঢাকা
রাজধানীর গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি দুদকের একটি উচ্চপর্যায়ের সূত্র নিশ্চিত করেছে।
মামলার এজাহার থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে কোনো টাকা পরিশোধ না করেই রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি অভিজাত ফ্ল্যাট (ফ্ল্যাট নম্বর বি/২০১, বাড়ি নম্বর ৫এ ও ৫বি, নতুন নম্বর ১১৩, ১১বি, রোড ৭১) দখল করেন ও পরে তা রেজিস্ট্রির মাধ্যমে নিজেদের নামে খতিয়ানে অন্তর্ভুক্ত করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০(বি), ৪০৯, ১৬১–১৬৫(ক), ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
🔹 মামলার তদন্ত কমিটি
মামলাটি তদন্তের জন্য দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। টিমের সদস্যরা হলেন:
এর আগে, ১০ মার্চ পূর্বাচলে ৬০ কাঠার প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন, এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক আটটি অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে দুদক। এসব অভিযোগ আমলে নিয়ে আদালত ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
🟨 ঘটনাটির গুরুত্ব:
এই মামলাটি ক্ষমতাশালী রাজনৈতিক পরিবারের সদস্যদের সম্পৃক্ততায় বাংলাদেশে উচ্চ পর্যায়ের দুর্নীতির বিরুদ্ধে এক নজিরবিহীন পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি, বিদেশে বসবাসকারী প্রভাবশালী বাংলাদেশিদের সম্পদের উৎস নিয়েও প্রশ্ন তুলেছে এই ঘটনা।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।