
আগামী কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। একইসঙ্গে সামান্য কমতে পারে দিনের ও রাতের তাপমাত্রা।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
🔹 বৃহস্পতিবার (১৭ এপ্রিল):
সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।
🔹 শুক্রবার (১৮ এপ্রিল):
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
🔹 শনিবার (১৯ এপ্রিল):
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
🔹 রোববার (২০ এপ্রিল):
ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে যাবে এবং তাপমাত্রা বাড়তে শুরু করবে।
আবহাওয়া বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে না যাওয়ার জন্য এবং নিরাপদ স্থানে অবস্থান করার জন্য। বিশেষ করে কৃষক ও খোলা জায়গায় কাজ করেন এমন ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।