আন্তর্জাতিক ডেস্ক:
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে খুব একটা দূরে নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। বুধবার (১৬ এপ্রিল) ফরাসি সংবাদমাধ্যম লে মন্ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
গ্রোসি বলেন, “ইরান এখনও পারমাণবিক বোমার সক্ষমতা অর্জন করেনি, তবে তারা খুব কাছাকাছি রয়েছে। এবং এটা সবাইকে স্বীকার করতেই হবে।”
তিনি আরও বলেন, “এটা যেন একধরনের ধাঁধার মতো—ইরানের কাছে সব টুকরো রয়েছে, এখন কেবল সেগুলো একত্রিত করাটাই বাকি।”
এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন আইএইএর প্রধান ইরান সফরে যাচ্ছেন। সফরকালে তিনি তেহরানে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরান একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল। কিন্তু ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। এরপর থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ বাড়তে থাকে।
গ্রোসি বলেছেন, “এই মুহূর্তে আমরা একটি অত্যন্ত জটিল পরিস্থিতির মুখোমুখি। ২০১৫ সালের সেই বহুল আলোচিত চুক্তির কাঠামো এখন আর বিদ্যমান নেই।” তিনি আস্থা ও যাচাই-বাছাইকে এই সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
এদিকে, ইরান তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ দাবি করলেও পশ্চিমা বিশ্বে—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে—এ নিয়ে গভীর উদ্বেগ বিরাজ করছে। গ্রোসি জানিয়েছেন, নতুন কূটনৈতিক প্রচেষ্টায় আইএইএ সম্পৃক্ত থাকবে বলে তিনি আশা করছেন।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।