ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি—প্রেম, বিয়ে, বিচ্ছেদ কিংবা ব্যক্তিগত জীবন—সবকিছুতেই বারবার শিরোনামে উঠে আসেন তিনি। কখনো আলোচনায়, কখনো বিতর্কে। সম্প্রতি গৃহকর্মীকে মারধরের অভিযোগে আবারও বিতর্কের মুখে পড়েছেন এই চিত্রনায়িকা।
‘পিংকি আক্তার’ নামের এক গৃহকর্মী পরীমণির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগে বলা হয়, নায়িকার একমাত্র কন্যাসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে তাকে মারধর করা হয়েছে। পরে গণমাধ্যমে পিংকি আক্তার আরও কিছু আপত্তিকর মন্তব্য করেন, যেখানে উঠে আসে জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাদীর নাম।
উল্লেখ্য, বহুদিন ধরেই পরীমণি ও সাদীর প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজ অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দু’জনকে ঘিরে নানারকম ইঙ্গিতপূর্ণ পোস্ট দিতে দেখা গেছে পরীকে। কখনো ছবিতে, কখনো স্ট্যাটাসে—দু’জনের সম্পর্কের রসায়ন স্পষ্ট ছিল ভক্তদের চোখে।
তবে সাম্প্রতিক সময়ে সাদী প্রসঙ্গে একেবারেই নীরব পরীমণি। ধারণা করা হচ্ছে, নানা বিতর্কে জড়িয়ে দু’জনই এখন একটু দূরত্বে রয়েছেন। ভক্তরাও মনে করছেন, সম্পর্কটা হয়তো আর আগের মতো নেই।
এই পরিস্থিতিতে আবারও আলোচনার জন্ম দিয়েছেন পরীমণি তার ফেসবুক পোস্টের মাধ্যমে। গত মঙ্গলবার একটি স্ট্যাটাসে তিনি লেখেন, “তোমার মা-মা, আর বাকি সব……”
এরপর বুধবার আরও একটি এক শব্দের পোস্ট—“ব্লাকমেইলার”।
এই দুই স্ট্যাটাসে কারও নাম উল্লেখ না করলেও, নেটিজেনদের মাঝে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কেউ বলছেন, এটি কারো উদ্দেশে ব্যক্তিগত বার্তা, আবার কেউ মনে করছেন এটি হয়তো নতুন কোনো সিনেমার প্রচারণার অংশ। কেউ আবার মন্তব্য করেছেন, “নায়িকা কি ব্লাকমেইলের শিকার হচ্ছেন?”
নতুন করে এই দুই রহস্যময় পোস্টের পর নায়িকার ভক্তদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, আবার কী হলো পরীমণির জীবনে? তবে এর উত্তর এখনই স্পষ্ট নয়। সময়ই হয়তো বলে দেবে, এই রহস্যের পেছনে কী লুকিয়ে আছে।
বর্তমানে এই বিষয়গুলো নিয়ে পরীমণির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে আলোচনায় যে তিনি আবারও ফিরে এসেছেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।