ঢাকা, ১৬ এপ্রিল: তিন দিনের সফরে আজ (বুধবার) ঢাকায় পৌঁছাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন চুলিক এবং পূর্ব ও প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এন্ড্রু হেরাপ। ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর এই সফরকে ঢাকার সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নিকোল এন চুলিক আজ ভোরে ঢাকায় পৌঁছাবেন। পরবর্তীতে পৃথক ফ্লাইটে ঢাকায় আসবেন এন্ড্রু হেরাপ এবং মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন।
সফরের প্রথম দিন মার্কিন প্রতিনিধিদল ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এরপর তারা পর্যায়ক্রমে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
দ্বিতীয় দিনে প্রতিনিধি দল বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা ইস্যুতে সরকারের হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সঙ্গে। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গেও আলোচনা অনুষ্ঠিত হবে। মার্কিন প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের আগ্রহ জানালেও সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে শেষ মুহূর্তে সরকারপ্রধানের সঙ্গে তাদের সাক্ষাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে মিয়ানমার পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা ইস্যুতে অর্থায়ন কমানোর ঘোষণা দিতে পারে এবং এই সফরের মাধ্যমেই তার আভাস মিলবে।
মার্কিন প্রতিনিধিদলের সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনপূর্ণ বর্তমান সম্পর্ক এবং চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বিশেষভাবে আলোচিত হতে পারে। বিশেষ করে, সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে ওয়াশিংটনের কৌতূহল এবং তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সফরের আলোচনায় স্থান পেতে পারে।
ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক মহল মনে করছে, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তী সরকারের সংস্কার এবং জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে। অপরদিকে, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে চায় সরকার।
একজন দায়িত্বশীল কূটনীতিক জানান, “মার্কিন প্রতিনিধিদলের সফরের মূল ফোকাস রোহিঙ্গা এবং মিয়ানমার হলেও এর ছায়া পড়ে থাকবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক অঙ্গনে।”
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।