নিজস্ব প্রতিবেদক
বিশ্বজুড়ে আলোচিত ও মর্যাদাপূর্ণ তালিকা ‘টাইম ১০০: বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি’–তে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের গর্ব, নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সমাজসংস্কারক ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন ঘোষিত ২০২৫ সালের এই তালিকায় তিনি স্থান পেয়েছেন ‘লিডারস’ (নেতৃত্বদানকারী ব্যক্তি) বিভাগে।
ড. ইউনূসের পাশাপাশি এই বিভাগে আরও আছেন আন্তর্জাতিক রাজনীতির শীর্ষ কয়েকজন ব্যক্তিত্ব—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম, এবং বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক।
ড. ইউনূসকে নিয়ে টাইম ম্যাগাজিনে প্রশংসাবাক্য লিখেছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি বলেন:
“ছাত্রদের নেতৃত্বাধীন গণআন্দোলনের মাধ্যমে বাংলাদেশের স্বৈরশাসক প্রধানমন্ত্রী যখন ক্ষমতাচ্যুত হন, তখন দেশের গণতান্ত্রিক পুনর্গঠনে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন একজন পরিচিত নেতা—নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।”
হিলারি ইউনূসের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে লেখেন:
“ড. ইউনূসের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ ঘটে তখন, যখন তিনি ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আদলে একটি প্রোগ্রাম চালু করতে তৎকালীন গভর্নর বিল ক্লিনটন ও আমাকে সহায়তা করতে আরকানসাসে আসেন। এরপর থেকে বিশ্বের যেখানে গিয়েছি, সেখানেই আমি তার কাজের অসাধারণ প্রভাব প্রত্যক্ষ করেছি।”
“আজ আবার তিনি দেশের ডাকে সাড়া দিয়েছেন। বাংলাদেশকে নিপীড়ন, দমন-পীড়নের ছায়া থেকে মুক্ত করতে তিনি নেতৃত্ব দিচ্ছেন। মানবাধিকার প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিতকরণ এবং ন্যায়বিচারভিত্তিক একটি সমাজ গঠনের জন্য কাজ করছেন।”
ড. ইউনূস বিশ্বজুড়ে সমাদৃত মূলত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করার জন্য। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক দীর্ঘদিন ধরে বাংলাদেশসহ বিভিন্ন দেশে লাখো নারী-পুরুষকে আত্মনির্ভরশীল করে তুলেছে। ব্যাংকটির ঋণ সুবিধাভোগীদের মধ্যে ৯৭ শতাংশই নারী, যারা নিজেদের জীবনে পরিবর্তন এনেছেন এবং সমাজে মর্যাদার সঙ্গে টিকে আছেন।
টাইম ম্যাগাজিনের মতো একটি আন্তর্জাতিক ও মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে ড. ইউনূসের এই স্বীকৃতি শুধু তার ব্যক্তি সফলতার নয়, বরং এটি বাংলাদেশের জন্যও এক গৌরবময় অর্জন। গণতন্ত্র, মানবাধিকার এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির প্রশ্নে তিনি আবারও বিশ্বমঞ্চে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।