ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫:
সফররত মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তারা এই সমর্থন প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বৈঠকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক শান্তি ও উন্নয়ন, রোহিঙ্গা সংকট এবং সংযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।
মার্কিন প্রতিনিধিদলের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরপ। উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের মিশন প্রধান ট্রেসি অ্যান জ্যাকবসন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে বাংলাদেশের উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সংকট মোকাবেলায় ড. ইউনূসের মানবিক নেতৃত্বের প্রশংসা করেন।
চুলিক বলেন, “রোহিঙ্গা ইস্যুকে আপনি যেভাবে সামগ্রিকভাবে মিয়ানমারের প্রেক্ষাপটে দেখছেন, সেই দৃষ্টিভঙ্গির আমরা প্রশংসা করি।”
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। তিনি দুই দেশের মাঝে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন এবং সব ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে রোহিঙ্গা সহায়তা পুনরায় চালু করা এবং পারস্পরিক শুল্ক প্রয়োগে ৯০ দিনের বিরতির জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমরা ট্রাম্প প্রশাসনের বাণিজ্য এজেন্ডাকে সমর্থন করে কাজ চালিয়ে যাচ্ছি।”
বৈঠকে আঞ্চলিক সহযোগিতা, জনগণের মধ্যে সংযোগ, শিক্ষা ও প্রযুক্তি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রেও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।