মালয়েশিয়ার অভিবাসন বিভাগের (JIM) পরিচালিত বিশেষ অভিযানে ১৬৫ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ৫০৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) রাতে কুয়ালালামপুরের মেদান ইম্বির একটি ব্যবসায়িক এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর, নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগ এবং জাতীয় নিবন্ধন বিভাগের কর্মকর্তাসহ ১৮৫ জন সদস্য অংশ নেন।
আটককৃতদের মধ্যে বাংলাদেশের ১৬৫ জন, নেপালের ১২৪ জন এবং আরও কয়েকটি দেশের অভিবাসীরা রয়েছেন। এছাড়া আটককৃতদের মধ্যে ৫৮ জন নারী থাকলেও, তাদের মধ্যে কোনো বাংলাদেশি নারী নেই।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক ওয়াইবিএইচজে দাতো জাকারিয়া বিন শাবান এক সংবাদ সম্মেলনে বলেন,
“মোট ৮৯৫ জনের ডকুমেন্টস যাচাই করা হয়েছে। এর মধ্যে ৭৪৯ জন ছিলেন বিদেশি নাগরিক এবং ১৪৬ জন স্থানীয়। যাচাই-বাছাই শেষে ৫০৬ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।”
তিনি আরও জানান, অভিযানের সময় কিছু বিদেশি ঘর, টয়লেট, স্টোররুম ও অন্যান্য স্থানে লুকিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। আটককৃতদের বিরুদ্ধে পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় ধরে অবস্থান করা, ভুয়া কার্ডধারণ এবং অভিবাসন আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
আটককৃতদের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।