দীর্ঘ ২২ বছর পর আফগানিস্তানের বর্তমান শাসক দল তালেবানের ওপর থেকে "সন্ত্রাসী সংগঠন" হিসেবে আখ্যা প্রত্যাহার করলো রাশিয়া। এ সিদ্ধান্তকে তালেবানের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে দেখছেন আন্তর্জাতিক রাজনীতিবিদ ও বিশ্লেষকরা।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, "আফগানিস্তানের বর্তমান বাস্তবতা ও তালেবানের কার্যক্রম পর্যবেক্ষণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালেবান বর্তমানে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আফগানিস্তানে স্থিতিশীলতা বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করছে।"
রাশিয়ার এ পদক্ষেপ তালেবানের বৈদেশিক স্বীকৃতি পাওয়ার পথে একটি বড় ধাপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এখনো জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বের অনেক দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, তবে রাশিয়ার এ সিদ্ধান্ত ভবিষ্যতের কূটনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানের মাধ্যমে তালেবান সরকার উৎখাতের পর থেকেই তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয় অনেক দেশ, যার মধ্যে রাশিয়াও ছিল। তবে ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান পুনরায় ক্ষমতায় আসে এবং নিজেদের "রাজনৈতিক ও ধর্মীয় কাঠামো অনুযায়ী" দেশ পরিচালনা করছে বলে দাবি করে।
রাশিয়ার এই পদক্ষেপ তালেবান সরকারের বৈধতা আরও শক্ত করবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এছাড়া, আফগানিস্তানে রুশ বিনিয়োগ ও রাজনৈতিক প্রভাব বাড়ানোরও সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।