
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার মাধবপুর এলাকায় চীনা মালিকানাধীন একটি ব্যাটারি তৈরির কারখানায় সংঘটিত হয়েছে দুর্ধর্ষ ডাকাতি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে সংঘবদ্ধ ডাকাতদল কারখানায় হানা দিয়ে প্রায় কোটি টাকার মালামাল লুটে নেয়।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, গভীর রাতে দেয়াল টপকে কারখানায় ঢুকে পড়ে ডাকাতদল। তারা কারখানায় কর্মরত তিন নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে ফেলে, পরে তাদের কাছ থেকে চাবি নিয়ে মূল গেট খুলে ভেতরে একটি পিকআপ ভ্যান নিয়ে প্রবেশ করে।
ডাকাতরা কারখানা থেকে নিয়ে যায়— নতুন তৈরি ব্যাটারি ব্যাটারি তৈরির কাঁচামাল দুটি ল্যাপটপ সাতটি কম্পিউটার সিসিটিভি ক্যামেরা ও কন্ট্রোল ডিভাইস
এই ঘটনায় কারখানার পরিচালকের সহকারী ও দোভাষী মো. সুমন মিয়া জানান, “ডাকাতরা কারখানার ব্যাটারি তৈরির মালামাল, ল্যাপটপ, কম্পিউটার এবং সিসিটিভি সিস্টেমসহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে গেছে।”
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, “ডাকাতির ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শুক্রবার রাতে থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযান চলছে।”
কারখানাটি একটি চীনা কোম্পানির মালিকানাধীন হওয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।