বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার ও মানবতাবিরোধী অপরাধের বিচার দৃশ্যমান করে নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিতে হবে। শুক্রবার কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলন এবং চৌদ্দগ্রামে পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “যদি ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের মতো প্রহসনের নির্বাচন হয়, তবে তা দেশের মানুষ আর মেনে নেবে না।” একইসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার অধীনে এদেশে বাকস্বাধীনতা হরণ, নির্বাচন কারচুপি এবং ইসলামপন্থীদের দমন চালানো হয়েছে।
সম্মেলনে তিনি দাবি করেন, “ভারতের প্রেসক্রিপশনে জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু জুলুম করে ক্ষমতায় টিকে থাকা যায় না।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। কুমিল্লার উন্নয়ন দাবিও উপস্থাপন করেন স্থানীয় নেতারা—যার মধ্যে রয়েছে লাকসামকে জেলা ঘোষণা, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন, চার লেন সড়ক ও রেলপথ উন্নয়ন এবং বিমানবন্দর চালুর দাবি।
পরে লালমাই উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের জন্য আমীরে জামায়াতের পক্ষ থেকে উপহার ঘর উদ্বোধন করেন তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।