১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী পরিস্থিতি জানতে বিএনপি নেতার সঙ্গে বৈঠকে এনফ্রেল

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যাংকভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’ (এনফ্রেল) এর একটি প্রতিনিধি দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এনফ্রেলের নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন মায়া বতী, থারিন্দু আবেয়ারথনা ও আফসানা আমে।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের করণীয় নিয়েও মতবিনিময় হয়।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এনফ্রেল একটি স্বাধীন ও নির্দলীয় বেসরকারি সংস্থা। এটি এশিয়া অঞ্চলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ২৭টি, যেগুলো ১৭টি এশীয় দেশের প্রতিনিধিত্ব করে। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মায়ানমার, দক্ষিণ কোরিয়া, মালদ্বীপসহ অন্যান্য দেশ।

ট্যাগ
পোস্টকারীর সকল তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী পরিস্থিতি জানতে বিএনপি নেতার সঙ্গে বৈঠকে এনফ্রেল

প্রকাশিত হয়েছে: ০৭:৪৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যাংকভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’ (এনফ্রেল) এর একটি প্রতিনিধি দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এনফ্রেলের নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন মায়া বতী, থারিন্দু আবেয়ারথনা ও আফসানা আমে।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের করণীয় নিয়েও মতবিনিময় হয়।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এনফ্রেল একটি স্বাধীন ও নির্দলীয় বেসরকারি সংস্থা। এটি এশিয়া অঞ্চলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ২৭টি, যেগুলো ১৭টি এশীয় দেশের প্রতিনিধিত্ব করে। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মায়ানমার, দক্ষিণ কোরিয়া, মালদ্বীপসহ অন্যান্য দেশ।