রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নামে এক ছাত্র নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত পারভেজের বাড়ি ময়মনসিংহ জেলায়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার গণমাধ্যমকে জানান, ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন পারভেজ। দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারভেজের মরদেহ বর্তমানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। নিহতের পরিবারকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে।
ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ নামক একটি ফেসবুক পেজে এ ঘটনাকে 'সন্ত্রাসী হামলা' হিসেবে উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। তারা পারভেজের একটি ছবি পোস্ট করে ‘ন্যায়বিচার চাই’ স্লোগানেও সোচ্চার হয়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।