আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ইসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী ২০ এপ্রিল (রোববার) ছিল নিবন্ধনের শেষ দিন।
আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, সময়সীমা শেষ হওয়ার আগেই বিভিন্ন দল নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আবেদন জানায়। এসব আবেদন বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
সচিব বলেন, "আজ পর্যন্ত মোট সাতটি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছে।"
এদিকে আলোচনায় থাকা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সময়সীমা বৃদ্ধির জন্য ইসিকে অনুরোধ জানায়। দলটি ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’-এর প্রতিশ্রুতি নিয়ে। এনসিপি গঠিত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে।
অন্যদিকে, রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আদালতে করা এক রিটের পরিপ্রেক্ষিতে ১৮ মার্চ ইসির গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হয়, যার ফলে নিবন্ধনের প্রক্রিয়ায় ভাটা পড়ে।
ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ জানান, ২৫ মার্চ ‘আওয়ামী লিগ’ নামের একটি নতুন দল নিবন্ধনের জন্য প্রথম আবেদন করে।
নিবন্ধনের সময়সীমা বাড়ানোয় নতুন রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।