ময়মনসিংহের ভালুকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে ১৫ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগে রোকনুজ্জামান নাঈম (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খুজিবাড়ী এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে ভালুকা সরকারি কলেজের সামনে থেকে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশ তাকে আটক করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হুদা খান জানান, প্রতারিত ব্যবসায়ী আব্দুল আল মামুন আগে গ্রীন টেক্সটাইল নামক একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পরে তিনি চাকরি ছেড়ে গাড়ি ও বালুর ব্যবসায় যুক্ত হন। প্রতারক নাঈম তাকে জানায়, চাকরির সময় প্রতিষ্ঠানের টাকা আত্মসাতের অভিযোগ এনএসআই প্রধান কার্যালয়ে রয়েছে এবং সেই তদন্ত তিনি নিজে করছেন। এর ভিত্তিতে মামুনের কাছ থেকে ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেন নাঈম।
ঘটনার মীমাংসার নামে ৫ লাখ টাকার একটি চেক নেওয়ার সময়ই এনএসআইয়ের গোয়েন্দা তথ্য অনুযায়ী পুলিশ তাকে আটক করে।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।